About NHSPC
খুব দ্রুত যেসব প্রযুক্তি ভবিষ্যতের পৃথিবীর দৃশ্যপট পাল্টে দিতে সক্ষম, তাদের মধ্যে অন্যতম হলো প্রোগ্রামিং। বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে এর প্রয়োগ নতুন মাত্রা যোগ করছে, যার ফলে একদিকে মানুষের জীবন হয়ে উঠছে সহজ ও কার্যকর, অন্যদিকে এই প্রবৃদ্ধি উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত। অটোমেশন, কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের মতো উন্নয়নশীল দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে। কয়েক বছর আগেও আমাদের দেশে কম্পিউটার প্রোগ্রামিংয়ের চর্চা কেবল বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব পর্যায়ে সীমাবদ্ধ ছিল, কিন্তু বিশ্বের অন্যান্য দেশ এই কার্যক্রমকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার লক্ষ্যে বাংলাদেশেও ষষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বের ১৬০টির বেশি দেশের মতো বাংলাদেশেও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিংকে ছড়িয়ে দেয়ার জন্য “কম্পিউটার সায়েন্স এডুকেশন ঊইক” উপলক্ষে ২০১৩ সালে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক আয়োজন আওয়ার অব কোড (Hour of Code) এর আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। ২০১৪ সালে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বগুড়া ও জামালপুরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন করা হয়, যেখানে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেকোন একদিন এক ঘন্টা নিজস্ব ক্যাম্পাস অথবা সুবিধাজনক স্থানে নিজেদের মতো করে সপ্তাহব্যাপী এ কর্মসূচীতে অংশ নেয় এবং ছিলো সবার জন্য উন্মুক্ত আয়োজন, যাতে প্রায় ২৫০০ শিক্ষার্থী অংশ নেয়। ওই বছরের আয়োজনের সমাপনী অনুষ্ঠানেই প্রোগ্রামিংয়ের প্রতি দেশের শিক্ষার্থীদের আগ্রহের কথা বিবেচনা করে জাতীয় পর্যায়ে আইসিটি প্রোগ্রামিং সপ্তাহ উদযাপন ও আইসিটি অলিম্পিয়াড আয়োজনের কথা বলা হয়। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রোগ্রামিং, রোবট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ একাধিক আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক জয় করেছে। এই সাফল্যের একটি অন্যতম কারণ হিসেবে স্কুল পর্যায়ে প্রোগ্রামিং শিক্ষার জনপ্রিয়তাকে বিবেচনা করা যায়। ‘জানুক সবাই দেখাও তুমি’ এই স্লোগানকে প্রতিপাদ্য বিবেচনা করে শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা ও তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাই করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে শুরু করা হয় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি), যার লক্ষ্য দেশের হাই স্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করা। আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (National High School Programing Contest - NHSPC) নামে অভিহিত করা হয় যার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অফলাইন প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ নানা কার্যক্রম আয়োজন করা হয়ে থাকে।