জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫
প্রোগ্রামিং প্রতিযোগিতার ক্যাটেগরিসমূহ
- ৬ষ্ট থেকে ৮ম শ্রেণী পর্যন্ত (জুনিয়র ক্যাটেগরি)
- ৯ম থেকে ১০ শ্রেণী পর্যন্ত (সেকেন্ডারি ক্যাটেগরি)
- ১১শ থেকে ১২শ শ্রেণী (হায়ার সেকেন্ডারি ক্যাটেগরি)
- সাধারণ শিক্ষা বোর্ড – এইচএসসি ২০২৫ পরীক্ষার্থী পর্যন্ত
- মাদরাসা শিক্ষা বোর্ড – আলিম ২০২৫ পরিক্ষার্থী পর্যন্ত
- কারিগরি শিক্ষাবোর্ড – পলিটেকনিক ৪র্থ সেমিস্টার পর্যন্ত
- ব্রিটিশ কারিকুলাম – ২০২৫ সালের A2 পরিক্ষার্থী পর্যন্ত
প্রোগ্রামিং প্রতিযোগিতার পর্বসমূহ
আঞ্চলিক বাছাই প্রতিযোগিতা
মহড়া প্রতিযোগিতার পর আঞ্চলিক পর্যায়ে মোট ১৬টি প্রতিযোগিতার আয়োজন করা হবে যেখান শিক্ষার্থীরা সশরীরে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার ভ্যানু আঞ্চলিক পর্যায়ের কোন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আসতে হবে না। এই পর্যায়ে প্রতিযোগিদের ৬-১০ প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধানের জন্য C, CPP ও python প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে। আঞ্চলিক বাছাই প্রতিযোগিতা থেকে বাছাইকৃত প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হবে জাতীয় বা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ এর জন্য।
চুড়ান্ত পর্ব
আঞ্চলিক পর্বে উত্তীর্ন প্রতিযোগীদেরকে নিয়ে ঢাকায় জাতীয় বা চূড়ান্ত পর্ব আয়োজন করা হবে। এই পর্যায়ে প্রতিযোগিদের ৬-১০ প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধানের জন্য C, CPP ও python প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে। প্রতিযোগীরা তাদের মেধার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে নির্ধারিত সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবে এবং সময়সীমা শেষে মেধা ক্রম অনুযায়ী সিনিয়র ও জুনিয়র ক্যাটেগরিতে বিজয়ী নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় নিবন্ধন
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহণের জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক। নিচের বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন।