জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫
প্রোগ্রামিং প্রতিযোগিতার ক্যাটেগরিসমূহ
- জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত
- সেকেন্ডারি: নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত
- হায়ার সেকেন্ডারি: একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত
প্রোগ্রামিং প্রতিযোগিতার পর্বসমূহ
আঞ্চলিক বাছাই প্রতিযোগিতা
নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর ৬৪ জেলার শিক্ষার্থীদের নিয়ে মোট ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। যেখান শিক্ষার্থীরা ভেন্যুতে সশরীরে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতাটি প্রতিযোগির নিকটস্থ কোন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আসতে হবে না। এই পর্যায়ে প্রতিযোগিদের ৬-১০টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধানের জন্য C, CPP এবং Python এই তিনটি প্রোগ্রামিং ভাষার যেকোন একটি ভাষা ব্যবহার করা যাবে। আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে `জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫’-এ অংশগ্রহণের জন্য।
চূড়ান্ত পর্ব
আঞ্চলিক পর্বে উত্তীর্ণ বা বিজয়ী প্রতিযোগীদেরকে নিয়ে ঢাকায় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করা হবে। এই পর্যায়ে প্রতিযোগিদের ৬-১০ প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হবে। প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য C, CPP এবং Python এই তিনটি প্রোগ্রামিং ভাষার যেকোন একটি ভাষা ব্যবহার করা যাবে। প্রতিযোগিরা তাদের মেধার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে নির্ধারিত সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবে এবং নির্ধারিত সময় শেষে মেধাক্রম অনুযায়ী জুনিয়র, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় নিবন্ধন
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহণের জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক। নিচের বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।