প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলী
এনএইচএসপিসি ২০২৫ কী?
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) হলো ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি প্রোগ্রামিং ও আইসিটি কুইজ প্রতিযোগিতা, যার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
কে অংশ নিতে পারবে?
বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
- সাধারণ শিক্ষা বোর্ড – এইচএসসি ২০২৫ পরীক্ষার্থী পর্যন্ত
- মাদরাসা শিক্ষা বোর্ড – আলিম ২০২৫ পরিক্ষার্থী পর্যন্ত
- কারিগরি শিক্ষাবোর্ড – পলিটেকনিক ৪র্থ সেমিস্টার পর্যন্ত
- ব্রিটিশ কারিকুলাম – ২০২৫ সালের A2 পরিক্ষার্থী পর্যন্ত
প্রতিযোগিতায় কয়টি বিভাগ আছে?
প্রতিযোগিতায় মোট দুটি বিভাগ রয়েছে।
- প্রোগ্রামিং প্রতিযোগিতা (সমস্যা সমাধান) এবং
- আইসিটি কুইজ প্রতিযোগিতা (এমসিকিউ)।
নিবন্ধন কীভাবে করবো?
nhspc.org.bd ঠিকানায় গিয়ে ওয়েবসাইটের নিবন্ধন পাতা থেকে ফর্ম পূরণ করতে হবে।
নিবন্ধনের জন্য কি কোনো ফি আছে?
না, এনএইচএসপিসি ২০২৫-এ নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় কোন ভাষা ব্যবহার করা যাবে?
C, C++, এবং Python ব্যবহার করা যাবে।
প্রোগ্রামিং প্রতিযোগিতার ধাপগুলো কী কী?
মোট দুইটি ধাপ: আঞ্চলিক বাছাই বাছাই প্রতিযোগিতা, এবং জাতীয় বা ফাইনাল প্রতিযোগিতা।
কুইজ প্রতিযোগিতার ফরম্যাট কেমন?
আঞ্চলিক পর্যায়ে ৩০ মিনিটে ৩০-৫০টি এমসিকিউ, জাতীয় পর্যায়ে ৫০টি প্রশ্ন থাকবে। কুইজ প্রতিযোগিতায় মোট দুইটি ক্যাটাগরি: জুনিয়র ও সেকেন্ডারি থাকবে।
প্রতিযোগিতার জন্য কি নিজের ল্যাপটপ নিয়ে যেতে হবে?
না, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আয়োজকরা ভ্যানুতে কম্পিউটার এর ব্যবস্থা করবে।
আমি কি প্রোগ্রামিং আর কুইজ দুটোতেই অংশ নিতে পারি?
না, তুমি দুটো প্রতিযোগিতার মধ্যে যেকোন একটিতে নিবন্ধন করতে পারবে।
আমি কি একাধিক আঞ্চলিক প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারি?
না, তোমাকে যেকোন একটি আঞ্চলিক ভ্যানুর বিপরীতে রেজিস্ট্রেশন করতে হবে। যদি কোন প্রতিযোগীকে একাধিক আঞ্চলিক প্রতিযোগিতার জন্য নিবন্ধিত করে থাকে তাহলে তার নিবন্ধন বাতিল করা হবে।
প্রতিযোগিতার জন্য কীভাবে প্রস্তুতি নেবো?
প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য https://nhspc.org.bd ওয়েবসাইটের রিসোর্স পাতায় বই, ব্লগ, ইউটিউব চ্যানেল, এবং toph.co-তে অনুশীলন প্রতিযোগিতার লিংক রয়েছে। কুইজ প্রতিযোগিতার জন্য NCTB ICT Book – Class 6 to 12 (https://nctb.gov.bd) আইসিটি পাঠ্যবই গুলি পড়তে হবে।
আঞ্চলিক প্রতিযোগিতা কোথায় হবে?
আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরের মোট ১৬ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভ্যানুতে অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে?
প্রোগ্রামিংয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবুও কি অংশ নিতে পারি?
হ্যাঁ পারবে। রেজিস্ট্রেশন করার পর প্রোগ্রামিং এর প্রাথমিক ধারনার জন্য আমাদের ওয়েবসাইট থেকে রিসোর্সগুলী পড়ে তুমি প্রস্তুতি নিতে পার।
পুরস্কার কী কী?
আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিজয়ীরা সার্টিফিকেট, ট্রফি ও পুরস্কার পাবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকবে আকর্ষনিয় পুরস্কার।
প্রতিযোগিতার ফলাফল কীভাবে জানবো?
প্রতি ধাপের প্রতিযোগিতা শেষে আমাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে।
যদি আমার আরও প্রশ্ন থাকে, কার সাথে যোগাযোগ করবো?
তোমার আরও প্রশ্নের উতরের জন্য আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিতে পার।